অনেক প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন প্রয়োজনে কাঠ ব্যবহার করে আসছে। কাঠ দিয়ে ঘর নির্মাণ থেকে শুরু করে সমুদ্রের জাহাজ পর্যন্ত নির্মাণ করা হতো। বর্তমানকালেও কাঠ নির্মাণকাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
টিম্বার
বৃক্ষ হতে গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরী বা অন্যান্য প্রকৌশলগত কাজের উপযোগী যে কাঠ সংগ্রহ করা হয় তাকে টিম্বার বলে। কমপক্ষে ৬০ সেন্টিমিটার ব্যাসের বৃক্ষ থেকে প্রকৌশল কাজের উপযোগী নির্দিষ্ট আকার-আকৃতির টিম্বার পাওয়া যায়। প্রায় ৯৯% জৈব পদার্থ এবং প্রায় ১% অজৈব পদার্থ দ্বারা টিম্বার গঠিত। শুষ্ক টিম্বারের জৈব অংশে কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন বিদ্যমান।