বুড়িমারী স্থলবন্দর টি ভারত ভূটান এবং নেপালের সাথে স্থল পথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার জন্য এই বুড়িমারী এলাকার জিরো পয়েন্টে এই বন্দরটি ১৯৮৮ খ্রিষ্টাব্দে চালু করা হয়। এই বন্দর দিয়ে ভারত, ভূটান ও নেপাল থেকে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজ, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশু খাদ্য, বিভিন্ন ধরনের ফলমূল, পিঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরনের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানী করা হয়।
বুড়িমারী. কম নিজস্ব এল সি’র মাধ্যমে ভারত, ভুটান, নেপাল থেকে পাথর সরবরাহ করে থাকে। এবং আমাদের সংগ্রহে রয়েছে বিভিন্ন সাইজের পাথর (৩/৪, ১/২, ৫/৮, ১/৮) ইঞ্চি ইত্যাদি। পাথর কেনাকে সহজ করতেই আমাদের এই উদ্যোগ।